Categories: ব্যাংক

ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন পাওয়ার উপায় ২০২২

– 

আপনি কি খুব সল্প পরিমাণ সুদের হারে সর্বনিম্ম ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অব্দি লোন পেতে চান? তাহলে ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন পাওয়া সংক্রান্ত এই আর্টিকেলটি আপনার জন্য। এখানে জানানো হবে কিভাবে খুব সহজেই অল্প সুদের হারে অধিক অর্থের লোন গ্রহন করতে পারবেন ডাচ বাংলা ব্যাংক থেকে। 

বাংলাদেশের অন্যতম লিডিং ব্যাংক গুলোর মধ্যে পরিচিত মুখ ডাচ বাংলা ব্যাংক। ইতিমধ্যে দেশে সবচেয়ে বেশি এটিএম বুথ স্থাপনের মাধ্যমে বেশ ভালো একটা ইম্প্রেশন জমিয়েছে গ্রাহকদের মধ্যে। খুবই সহজ প্রসেসিং এর মধ্য দিয়ে চালনা করছে ব্যাংকিং কার্যক্রম। ওভারল বিষয় গুলো দেখতে গেলে ডাচ বাংলা ব্যাংক অল ইন ওয়ান ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। 

তবে এই আর্টিকেলের মাধ্যমে জানাবো কিভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নেয়া যায় খুব সহজেই। তবে তার আগে পার্সোনাল লোন সম্পর্কে থাকছে ব্যাসিক কিছু ধারনা। 

ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন

ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ব্যাংক থেকে যে লোন প্রদান করা হয় সেটাকেই পার্সোনাল লোন বলে। ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন পাওয়া অন্য সব ব্যাংক থেকে তুলনামূলক সহজ এবং সল্প সুদের হারে তা পাওয়া যায়। আপনি আপনার স্যালারি বা মাসিক আয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অব্দি ব্যাংক লোন পেতে পারেন ডাচ বাংলা ব্যাংক থেকে। এবং প্রতি মাসে কিস্তি ভিত্তিক তা পরিশোধ করতে হয়। আপনি যদি – 

  • চাকরিজীবি
  • যে কোনো পেশায় যুক্ত মানুষ
  • বাড়িওয়ালা
  • ব্যবসায়ী ( হোক ছোট বা বড় )

হয়ে থাকেন তবেই আপনি পার্সোনাল ঋনের জন্য আবেদন করতে পারবেন। এবার জানার বিষয় হচ্ছে – পার্সোনাল লোন কেনো নিবেন? পার্সোনাল লোনের সুবিধা কি? এবার সেই সম্পর্কেই জানাবো কেনো আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নেয়া উচিৎ। 

পার্সোনাল লোনের সুবিধা সমূহ

  • সহজ ও সহনীয় মাসিক কিস্তির সুবিধা
  • দ্রুত প্রক্রিয়া
  • সুবিধাজনক মেয়াদ
  • SMS এলার্টের মাধ্যমে ঋণের স্ট্যাটাস জানানো
  • মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সম্পূর্ণ বা আংশিক পরিশোধের সুবিধা
  • যেকোনো স্থান থেকে ঋণ তোলা ও মাসিক কিস্তিতে পাঠানোর সুবিধা
  • দিন রাত ২৪ ঘন্টা হটলাইন নাম্বারে সেবা প্রদান।

ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন পাওয়ার উপায়

এতো সময় ধরে বিভিন্ন ভাবে ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করা হয়েছে। এবার জানানো হবে কিভাবে আপনি লোনটি গ্রহন করতে পারবেন। এক্ষেত্রে জানতে হবে কোন কোন ক্ষেত্রে বা কাজের জন্য পার্সোনাল লোন প্রদান করা হবে। 

কোন কোন ক্ষেত্রে ব্যবহারের জন্য পার্সোনাল লোন দেয়া হয়

প্রথমত ব্যক্তিগত প্রয়োজন মেটাতে দেয়া হয় পার্সোনাল লোন তবে ব্যক্তিগত প্রয়োজনের মধ্যেও বেশ কিছু ক্ষেত্র আছে যার জন্য পার্সোনাল লোন দেয়া হবে। উক্ত কাজ গুলো বিহীন অন্য কাজের জন্য পার্সোনাল লোন প্রদান করা হবে না। সে ক্ষেত্র গুলো হচ্ছে – 

  • মেডিক্যাল সাপোর্ট
  • শিক্ষা খাতে
  • বিয়ে
  • ভ্রমণ
  • অনুষ্ঠান
  • বাড়ি সাজানো বা মেরামত করতে
  • অফিসের যেকোনো কাজে
  • ভোগ্য পণ্য ক্রয়ের কাজে

লোন গ্রহনে যোগ্যতা ও সময়কাল

  • ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন গ্রহন করার জন্য আপনাকে অবশ্যই ১৮ বছর থেকে ৭০ বছরের মাঝামাঝি কোনো এক সময়ের ব্যক্তি হতে হবে।
  • আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • মাসিক নূন্যতম আয় ২০,০০০ টাকা হতে হবে।
  • আপনাকে অবশ্যই স্বনির্ভর হতে হবে আর্থিক দিক থেকে
  • অবশ্যই ৬০ মাসের মধ্যে ঋন পরিশোধের সক্ষমতা থাকতে হবে
  • সর্বনিম্ম ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সময় দেয়া হবে ঋণ পরিশোধের জন্য
  • লোনের জন্য আবেদন করার ১০ – ১৫ দিনের মধ্যে লোন পাওয়া যাবে।

লোন চার্জ ও অন্যান্য ফি সমূহ

  • নতুন লোন গ্রহনের ক্ষেত্রে সুদের হার হবে ৮%
  • আপনি যদি অন্য কোনো ব্যাংক থেকে টেক ওভার করেন সেক্ষেত্রে সুদের হার হবে ৭.৫%
  • প্রক্রিয়াকরণ ফি ১% প্রদান করতে হবে।
  • সর্বোচ্চ ৩ টি কিস্তির ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে লেট করা যাবে, এর বেশি হলে জরিমানা গুনতে হবে।
  • স্ট্যাম্প শুল্ক ফি বাবদ ১২৫০ টাকা প্রদান করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

অন্যান্য ব্যাংকের ন্যায় ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহন করার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে – 

  • চাকরিজীবিদের জন্য অবশ্যই লেটার অফ ইন্ট্রোডাকশন দিতে হবে
  • জাতীয় পরিচয় পত্র / ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিতে হবে
  • বিজনেস কার্ড বা অফিস আইডি প্রয়োজন হবে।
  • মাসিক বেতনের হিসাব বিবরণী
  • বিদ্যুৎ বিল, পানি বিল, ইন্টারনেট বিলের ফটোকপি
  • ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ট্যাক্স সার্টিফিকেট বা TIN Certificate (৫ লাখের অধিক ঋনের ক্ষেত্রে)
  • লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • একজন জামিনদার
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
  • বাড়িওয়ালাদের ক্ষেত্রে বাড়ির দলিল

আর্টিকেল থেকে যা শিখলেন

পরিশেষে এই ছিলো ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন সংক্রান্ত যাবতীয় আর্টিকেল যেখানে আলোচনা করা হয়েছে পার্সোনাল লোন সম্পর্কে এবং ডাচ বাংলা ব্যাংক থেকে লোন পেতে যা যা করনীয় সেই সকল বিষয় সম্পর্কে। বিভিন্ন ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহন করার নিয়ম ও সমস্থ বিষয় সম্পর্কে জানতে উক্ত লিংকটি অনুসরণ করুন। 

Bangla Alo

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

1 day ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

4 days ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

5 days ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

5 days ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

5 days ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

5 days ago