খেলাধুলা

বিপাকে বাংলাদেশ, ভারতের দাপট

বিপাকে বাংলাদেশ, ভারতের দাপট

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের ২য় টেস্টে মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে দুই উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

৩য় সেশন মাঠে গড়ায় নি আলোক স্বল্পতার কারনে।

টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এই ম্যাচেও প্রথম টেস্টের মত দুই ওপেনার ধীরেসুস্থে আক্রমন চালিয়ে যায় বাংলাদেশের বোলারদের উপর।

যদিও টেস্ট মেজাজেই খেলছিলো তারা। দেখেশুনেই চালিয়ে যাচ্ছিলো রান বের করা।

পেস জুটি কাজে না দিলে নিয়ে আসা হয় স্পিনারদের। তবুও অর্ধশতক জুটি গড়েন দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক।

তবে বাংলাদেশ কে প্রথম ব্রেকথ্রু এনে দেয় তাইজুল ইসলাম। ব্যক্তিগত ২৫ ও দলীয় ৫৯ রানে রানে প্যাভিলিয়নে ফেরত যান আব্দুল্লাহ শফিক।

এরপর বাংলাদেশ কে ২য় ব্রেকথ্রু এনে দেন এই তাইজুল ইসলামই। আরেক ওপেনার যিনি প্রথম ম্যাচে একাই ভুগিয়েছিলেন বাংলাদেশ কে, তাকে বিদায় দেন ৩৯ রানে।

প্রথম সেশন টা বেশ ভালো কাটে বাংলাদেশের।

তবে ২য় সেশন টা পুরোটাই ছিল পাকিস্তানের। অধিনায়ক ও সাবেক অধিনায়ক মিলে এগিয়ে নিতে থাকেন পাকিস্তান কে।

আজহার বেশ ধীরে ব্যাট করলেও বাবর আজম কাজে লাগিয়ে যাচ্ছিলেন প্রতিটা সুযোগ।

এবারের সিরিজে বেশ অফফর্মে থাকা বাবর আজম অবশ্য এদিন দেখা দেন অন্যরূপে। ১৯তম অর্ধশতক করেন তিনি।

শেষ পর্যন্ত বৃষ্টি ও আলোক স্বল্পতার কারনে ৫৭ ওভারের পর আর মাঠে গড়ায় নি খেলা। বাবর আজম অপরাজিত আছেন ৬০ রানে।

পাকিস্তান সংগ্রহ করেছে ১৬১ রান।
সংক্ষিপ্ত স্কোর – (প্রথম দিন শেষে)

টস জিতেছে পাকিস্তান
পাকিস্তান ১ম ইনিংস : ১৬১/২ (৫৭ ওভার)
বাবর ৬০*, আজহার ৩৬*, আবিদ ৩৯, শফিক ২৫
তাইজুল ১৭-৫-৪৯-২, সাকিব ১৫-৬-৩৩-০, মিরাজ ১২-২-৩১-০

অন্যদিকে ভারত কে ৩২৫ রানে গুটিয়ে দেয়ার পথে একাই ১০ উইকেট তুলে নেন আজাজ প্যাটেল। ভারতের হয়ে ১৫০ রান করেন মায়াঙ্ক আগারওয়াল।

তবে সেই সুখস্মৃতি ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ভারতের বোলারদের দাপটে ৬২ রানেই গুটিয়ে গেছে কিউইরা।

সিরাজ ৩ টি ও অশ্বিন একাই তুলে নিয়েছেন ৪ টি উইকেট। বিশাল লিডের পরে ফলোয়ানে ফেলার সুযোগ পেয়েও ২য় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত।

প্রথম ইনিংস শেষেই তাদের লিড ছিল ২৬৩ রানের।

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

মন ভালো রাখার উপায় || মন সুস্থ রাখার ১০ টি টিপস

মানুষের মন যেহেতু আছে এটা ভালো কিংবা খারাপ থাকবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়।  একটা…

4 weeks ago

বাংলাদেশের সেরা ১০ টি মেডিকেল কলেজ

বাংলাদেশে মেডিকেল শিক্ষার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথে, ভালো মানের মেডিকেল কলেজের তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

2 months ago

সেরা ১০ টি গল্পের বই || বাছাইকৃত লেখকের সেরা ১০ টি বই

গল্পের বই পছন্দ করেন? পড়ার জন্য সেরা গল্পের খোজে আছেন? সে সুবাদে অনলাইনে সার্চ করে…

2 months ago

ভিসা ও পাসপোর্ট কি? একটি ভিসা এবং পাসপোর্টের মধ্যে পার্থক্য সমূহ

যারা সঠিক তথ্যটি জানেনা তাদের অনেকের ধারণা - ভিসা এবং পাসপোর্ট মূলত একই কাজ করে…

2 months ago

ইসলামী ব্যাংক প্রবাসী লোন নেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত (২০২৪)

আপনার কি Loan বা ঋণ প্রয়োজন? আচ্ছা আপনি কি একজন প্রবাসী কিংবা আপনার পরিবারের কেউ…

2 months ago

ইসলামে নিষিদ্ধ ব্যবসা || যে সকল ব্যবসা ইসলামের দৃষ্টিতে হারাম

একজন মুমিন ব্যক্তি হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত আপনি যে ব্যবসা পরিচালনা করছেন তাকে…

2 months ago