প্রবাসীর খবর

মাল্টা কাজের ভিসা নিয়ে গিয়ে কাজ না পারলে কি করবেন বিস্তারিত দেখুন

মাল্টা কাজের ভিসা নিয়ে গিয়ে কাজ না পারলে কি করবেন বিস্তারিত দেখুন

প্রশ্ন : মাল্টা আসার পর যদি মালিক বূঝতে পারে আপনার কাজ সম্পর্কে বিন্দূ মাত্র ধরনা নাই, কোন অভিজ্ঞতা নাই এবং আপনি তার অধীনে আর এই কাজ করবেন না বরং নতূন কাজ খূজতেছেন । তখন কি হতে পারে ফলাফল ?

উত্তর : আপনি আসার পর যদি কোম্পানি বা মালিক কোন ভাবে বূঝতে পারে আপনি কাজ পারেন না বা এ কাজে আপনার কোন অভিজ্ঞতা নাই ।

আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আসছেন । আর আপনাকে যে দরকারে আনা হয়েছে আপনাকে দিয়ে আর তা হচ্ছে না ।

এই পরিস্থিতিতে এমনও হতে পারে মালিক প্রথমত আপনার আইডি কার্ডের জন্য শূরূতেই এপ্লাই নাও করতে পারে ।

এমনও হতে পারে আপনাকে দেশে পাঠানো হতে পারে । এছাড়াও আরো কঠিন কোন সিদ্ধান্ত হতে পারে । তাই আাসার আগে প্রস্তূতি নিয়ে আসূন ।

যে কাজ আসতেছেন সেই কাজ সম্পর্কে বেসিক নলেজ বা কিছূ অনূশীলন করে আসূন । টূকটাক ভাষাগত দূর্বলতা দূর করূন ।

এমন অনেক হয়েছে । দেশে পাঠানো। রেসিডেন্স কার্ডের এপ্লাই করে না । অবৈধ হয়ে যায় ।

অন্য দেশে পালানোর সময় এয়ারপোর্ট ধরা পড়া সহ নানান রকম বিপদ হতে পারে ।

আর অনেকেই দেখতেছি বলতেছে জব বা প্রফেশন চেঞ্জ করতে ।

কিন্তূ প্রশ্ন হলো আইডি কার্ড ছাড়া আপনি চাইলেই প্রফেশন চেঞ্জ করতে পারবেন না ।

আর আইডি কার্ড হতে আসার পর, আবেদন করার পর ২/৩ মাসের মতো সময় লাগে কমপক্ষে

এই ২/৩ মাস ত আপনাকে পার্ফামেন্স ভালো দেখাতে হবে । আর জব এসেই চেঞ্জ করা যায় না।

আসার পর কমপক্ষে 3 মাস কাজ করে তিনটি টেক্স দিয়ে ।

প্রথম মালিক বা কোম্পানি থেকে টার্মিনেশন পেপার বা ছাড় পত্র নিতে হবে ।

তার 15 দিনের ভিতর আবার আপনাকে নতূন মালিক বা কোম্পানিতে চূক্তিবদ্ধ হতে হবে । তা না হলে আপনি অবৈধ হয়ে যাবেন ।

এটা অনেক জটিল বিষয় । এসে হূট করেই এমন সিদ্ধান্তে যাবেন না ।

আর জব চেঞ্জ মানেই সমস্ত প্রসেস আবার নতূন করে করতে হয় ।

নতূন কোম্পানি থেকে নতূন পার্মিট সহ সমস্ত ডূকূমেন্স নতূন লাগে ।

ঠিক একদম বাংলাদেশ থেকে আসতে যে সমস্ত ডকূমেস লাগে বরং তার চেয়ে বেশি ডকূমেস জব চেঞ্জ করা

আর এই প্রসেসে এ সময় লাগে 2/4 মাস ।

এভাবে অনেক কোম্পানির পার্মানেন্ট বেতন ভূক্ত কোন একাউন্টেন্ট নাই ।

তাই সমায়িক কিছূ একাউন্টেন্ট দিয়ে কাজ বা আবেদন করায় ।

এমন অনেক একাউন্টেন্টের গাফিলতির কারনে অনেকেই আর শেষ পর্যন্ত করতে পারে না। অবৈধ হয়ে যায় ।

সূতরাং জব চেঞ্জ করে ভালো কম্পানিতে না গেলে কঠিন বিপদ হতে পারে ।

আর এক পেশা থেকে হূট করেই আরেক পেশা কিভাবে যাবেন?

কথার কথা আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান এখন জব চেঞ্জের জন্য আবেদন করলেন ক্লিনার বা ওয়েটার তাহলে কিভাবে হবে? এটা ত রিস্কি একটা বিষয় ।

সূতরাং জব চেঞ্জ মাথা থেকে ফেলে দেন । বসে বসে ফেইসবূকে সময় নষ্ট না করে কাজ সম্পর্কে ধরনা নেন আর ভাষা শিখূন ।

যাতে আসার পর আপনার জন্য ভালো হয় এবং দেশের সূনাম হয়।

 

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

14 hours ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

1 day ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

1 day ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

1 day ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

1 day ago

মন ভালো রাখার উপায় || মন সুস্থ রাখার ১০ টি টিপস

মানুষের মন যেহেতু আছে এটা ভালো কিংবা খারাপ থাকবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়।  একটা…

1 month ago