রোমানিয়া ওয়ার্ক পারমিট আবেদন কি ভাবে করবেন। বিস্তারিত

রোমানিয়া ওয়ার্ক পারমিট আবেদন কি ভাবে করবেন।

 

রোমানিয়া ওয়ার্ক পারমিট সাবমিশন নিয়ে অনেকের নানান টেনশন থাকে। আজকে রোমানিয়া সাবমিশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কিভাবে কোথায় কি প্রসেস এর মাধ্যমে যায় আপনার ফাইল,সেটা আলোচনা করবো।

রোমানিয়া ওয়ার্ক পারমিট আবেদনের জন্য যা যা লাগবে।
★ভেলিড পাসপোর্ট মিনিমাম ১ বছর মেয়াদ থাকা লাগবে।
★একটি সাদা ব্যাকরাউন্ড এর ছবি।
★আপনার পুলিশ রিপোর্ট অবশ্যই মেয়াদ থাকা চাই।

প্রথমে আপনার এগুলাই লাগে সাধারন ভাবে,এগুলার স্কেন কপি করে দিলেও হবে।কিছু কিছু কোম্পানি পুলিশ রিপোর্ট এর মূল কপি চায়। তবে বেশির ভাগ কোম্পানি স্কেন কপি দিয়েই কাজ করে৷

রোমানিয়া ওয়ার্ক পারমিট

আপনার ফাইল রোমানিয়াতে যাওয়ার পর,সেটাকে রোমানিয়ান ভাষায় ট্রান্সলেশন করা হয় এবং নোটারি করতে হয়,যার জন্য অন্তত ৭-১০ দিন সময় নেয়। এরপর আপনার ফাইল রোমানিয়ান ইমাগ্রিশন এ জমা করানো হয়।(অনেকেই ভেবে থাকেন যেদিন ফাইল দিছেন সেদিন থেকেই দিন গুনা শুরু করেন এইটা কাজের জন্য মোটেই ভাল দিক না।অনেক কোম্পানি তাদের ভেকেন্সি ফিলাপ করার পর সব গুলা এক সাথে জমা করে)

ইমাগ্রিশন এ জমা হওয়ার পর যত জনের ফাইল জমা করানো হবে সবার জন্য একটাই স্লিপ দিবে,আর সেটাতে লেখা থাকবে কবে জমা করছেন,আর কবে উত্তোলন করবেন এবং কত জনের ফাইল একসাথে জমা করানো হয়েছে।
রোমানিয়ার বেশির ভাগ কোম্পানি জমা করানোর ৩০ দিনের মধ্যে ডেলিভারি নিয়া নেয়। এইটা নরমাল সিস্টেম,মূলত ৩০ দিনই লাগে পারমিট ইস্যু হতে,অনেক সময় ২-২১ দিনেও উত্তোলন করতে পারে অনেকে।

 

উত্তোলনের পর আপনার কন্টাক্ট লেটার সহ সকল ডকুমেন্টস এর হার্ড কপি,আপনার ঠিকানায় কুরিয়ার করা হবে। এবং সেগুলা নিয়ে আপনি একটু ৬ মাসের ট্রাভেল ইন্সুইরেন্স করে রোমানিয়ান মিনিস্ট্রিতে সব গুলা ফাইলের স্কেন কপি অনলাইন করে দিন।অনলাইন করার সময় মনে রাখবেন কোম্পানি থেকে একটি মেইল বা যেকোন একটা সাপোর্ট ডকুমেন্টস নিয়া নিবেন,এতে করে ভিসা পেতে সুবিধা হবে।

অনলাইন করার পর কয়েকদিনের বিতর আপনাকে এম্বাসি থেকে এপয়েন্টমেন্ট দিয়ে দিবে। সেটাকে প্রিন্ট করে দিল্লীতে অবস্থিত রোমানিয়ান এম্বাসিতে তারিখ অনুযায়ী কাউকে অথুরাইজ করে পাঠান বা নিজে গিয়ে জমা করুন আপনার ফাইল। কোন সমস্যা নেই কোন রকম জিজ্ঞাসাবাদ নেই সেখানে।

 

এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর যদি পারমিট রিয়েল হয় ইনশাআল্লাহ ৪-১০ দিনের বিতর ভিসা স্টিকার করে দিবে পাসপোর্টে।

আপনার মেইলে মেসেস আসবে পাসপোর্ট কালেক্ট করার জন্য,সময় মত গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।(অবশ্যই মনে রাখবেন ১ টার পর ডেলিভারি দিবে এম্বাসি এর আগে গিয়ে অপেক্ষা করে লাভ নেই।)

রোমানিয়া এম্বাসিতে যা যা লাগবেঃ
★অরজিনাল পাসপোর্ট যার মেয়াদ ১ বছর থাকা লাগবে।
★ছবি ২ কপি ৩৫×৪৫সাইজ সাদা ব্যাকরাউন্ড ল্যাব প্রিন্ট(মুখ,কান,গলা অবশ্যই দেখা যেতে হবে,যাদের দাড়ি আছে অবশ্যই দাড়ি ছোট করে যাতে গলা দেখা যায় এমন ভাবে ছবি দিবেন)
★অরজিনাল পুলিশ রিপোর্ট অন্তত ২ মাস যাতে মেয়াদ থাকে।
★ট্রাভেল ইন্সুইরেন্স ৬ মাসের।
★ভিসা এপ্লিকেশন ফর্ম (ফিলাপ করে নিবেন।)
★বুকিং টিকেট (কনফার্ম করা লাগবেনা)
★ওয়ার্ক পারমিট (কপি দিলেও হবে সমস্যা নাই)
★কন্টাক্ট লেটার (কপি দিলেও হবে)

রোমানিয়া এম্বাসিতে জমা দেওয়ার সময় আপনাকে কিছুই জিজ্ঞাস করা হবেনা,শুধু একটা ফর্ম দিবে নাম ঠিকানা লিখে দিবেন। আর ডেলিভারির সময় সব রেখে দিবে শুধু পাসপোর্ট,ওয়ার্ক পারমিট কন্টাক্ট লেটার পিরিয়ে দিবে।সুতরাং হায় হুতাশ করবেন না এগুলা নিয়ে।

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

5 days ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

1 week ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

1 week ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

1 week ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

1 week ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

1 week ago