প্রিয় মানুষের বর্তমান লোকেশন জানার জন্য তার সিমের লোকেশন জানার উপায় ও SMS এর মাধ্যমে সেই বার্তা পাওয়ার নিয়ম সম্পর্কে জানুন বিস্তারিত।
প্রায় সময় এমনটা হয় যে দূরে থাকা মানুষের বর্তমান লোকেশন জানার প্রয়োজন পরে এক্ষেত্রে তাকে সরাসরি কল করে না পেলে সেই বার্তাটি জানার কোনো উপায় থাকে না। এই সমস্যাটি অনুভব কম বেশি সবাই করে তবে এতোদিন এর স্পেসিফিক বিশ্বস্ত কোনো সমাধান না থাকলেও এখন আছে।
অনেকেই বিভিন্ন সফটওয়ার ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে লোকেশন খুজে পাওয়ার কথা বলে থাকে তবে সেটা একুরেট ভাবে কার্যকর নয়, আর যদি হয়েও থাকে তবুও ইনফরমেশন লিক হওয়ার সম্ভাবনা তো রয়েই যায়। আচ্ছা কেমন হয় যদি একই ব্যাপার জানা যায় ট্রাস্টেড কোনো মাধ্যম থেকে তাও আবার কোনো প্রকার অ্যাপ বা সফটওয়ার ছাড়াই?
জী হ্যা, বলছি যেকোনো নাম্বার দিয়ে সিমের লোকেশন জানার উপায় সম্পর্কে যেখানে থাকবে না ইনফরমেশন হারানোর ভয়, অ্যাপ ব্যাবহারের ঝামেলা। কেবল মাত্র SMS এর মাধ্যমেই পুরন করা হবে আপনার চাহিদা। মানে SMS (short message service) এর মাধ্যমেই জানিয়ে দেয়া হবে যেকোনো নাম্বারের সিমের বর্তমান স্পেসিফিক লোকেশন। কিভাবে জানতে চান? পড়তে থাকুন।
অনেক দিন ধরেই বাংলাদেশি সিম অপারেটর গুলো SMS এর মাধ্যমে সিমের লোকেশন জানার উপায় সম্পর্কে জানান দিয়ে আসছে। তবে অনেকেই এই বিষয়ে এখন অব্দি অবগত নয় যার কারনে এই আর্টিকেলে সিমের লোকেশন জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো।
টাইটেলে অবশ্যই “জিপি বাডি ট্রাকার” লিখাটি খেয়াল করেছেন। জী হ্যা, আজ কথা বলবো জিপি সিম থেকে কিভাবে সিমের লোকেশন জানতে পারবেন। তাছাড়া আপনি (১) রবি সিমের লোকেশন জানার উপায় (২) বাংলালিংক সিমের লোকেশন জানার উপায় (৩) এয়ারটেল সিমের লোকেশন জানার উপায় সম্পর্কে জানতে পারবেন। চাহিদার সুবিধার্থে প্রতিটি সিমের জন্য আলাদা আলাদা আর্টিকেল তৈরি করা হয়েছে।
তবে এখন মূল কথা হচ্ছে বাডি ট্রাকার কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবেই বা সিমের লোকেশন জানা যাবে? আপনাকে প্রথমেই উক্ত সার্ভিসটির জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যে নাম্বারের লোকেশন জানতে ইচ্ছুক তা যুক্ত করতে হবে। যুক্ত করা সম্পন্ন হলে যুক্তকৃত নাম্বার ওয়ালা মোবাইল থেকে সার্ভিসটির জন্য পাঠানো রিকুয়েস্ট একছেপ্ট করতে হবে। পরে যখনই লোকেশন জানার প্রয়োজন পড়বে তখন কেবল Locate স্পেস Name (যে ব্যাক্তির লোকেশন জানতে চান তার নাম) লিখে 3020 নাম্বারে ম্যাসেজ পাঠালে ফিরতি ম্যাসেজে বিস্তারিত লোকেশন জানিয়ে দেয়া হবে।
এই পুরো প্রসেসটাকে সহজে উপস্থাপন করতে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইলসকে এক এক করে উল্লেখ করে নিয়ম সম্পর্কে জানিয়ে দিচ্ছি নিম্মে –
বলেছিলাম রেজিস্ট্রেশন করতে হবে। এটা আসলে আহামরি কঠিন কোনো কাজ নয়, আপনাকে কেবল আপনার ফোন থেকে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে :
START <স্পেস> NAME (আপনার নাম) এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : লিখুন : “ START SALIM ”
অতঃপর, আপনার জন্য সার্ভিসটি চালু হয়ে যাবে। আপনি যদি কোনো কারনে বাডি ট্রাকার সার্ভিসটি গ্রহন করতে না চান তাহলে তা বন্ধ করতে STOP স্পেস আপনার নাম লিখে পাঠান ৩০২০ নাম্বারে।
এবার আসি পরের ঘটনায় যা হচ্ছে কারো লোকেশন জানার জন্য তাকে উক্ত সার্ভিস এর আন্ডারে এড করা। এর জন্য আপনাকে একই ভাবে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে :
ADD <স্পেস> NUMBER <স্পেস> NAME এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : লিখুন “ ADD 01700000000 MAHAMUD “
আচ্ছা ধরুন আপনি কাউকে এড করেছেন লোকেশন জানার জন্য কিন্তু কোনো এক সময় তার আর প্রয়োজন মনে করছেন না, তখন কি করবেন? তখন আপনি সহজেই যুক্ত করা নাম্বার বা নাম গুলো রিমুভ করে দিতে পারবেন। লিস্ট থেকে নাম বাদ দেয়ার নিয়ম
DELETE <স্পেস> NUMBER <স্পেস> NAME এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : DELETE 01700000000 MAHAMUD
আপনি যখনই কারো লোকেশন জানার জন্য তার নাম্বার ও নাম যুক্ত করবেন তখনই একটা ম্যাসেজ যাবে ওই নাম্বারে যে সে কি তার লোকেশন শেয়ার করতে ইচ্ছুক কিনা তখন যদি সে তার লোকেশন শেয়ার করতে সম্মতি জানায় তাহলে তার করনীয় ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করা :
Y <স্পেস> Friend NUMBER এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : Y 01711111111
আপনি যখনই কারো লোকেশন জানার জন্য তার নাম্বার ও নাম যুক্ত করবেন, তখনই একটা ম্যাসেজ যাবে ওই নাম্বারে যে সে কি তার লোকেশন শেয়ার করতে ইচ্ছুক কিনা। তখন যদি সে তার লোকেশন শেয়ার করতে সম্মতি না জানায় তাহলে তার করনীয় ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করা :
N <স্পেস> Friend NUMBER এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : N 01711111111
আচ্ছা এতোক্ষন তো দেখালাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ও নাম্বার এড সহ সেটাকে এক্সেপ্ট করার ব্যাপারে। এবার আসি আমাদের মূল ঘটনায় যে, কিভাবে SMS এর মাধ্যমে যেকোনো নাম্বারের সিমের লোকেশন জানবেন। এর জন্য আপনাকে ম্যাসেজ অপশন থেকে টাইপ করতে হবে
LOCATE <স্পেস> ME or NUMBER or NAME এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : LOCATE ME
LOCATE 01700000
LOCATE MAHAMUD
বিঃ দ্রঃ উপরে দেয়া যেকোনো এক ভাবে দিলেই হবে তবে ME অপশনে কেবল আপনার বর্তমান লোকেশনের কথা জানা যাবে।
উপরে দেখলেন কিভাবে যেকেউ যেকারো লোকেশন জানতে পারবে যদি পুরো ইন্সট্রাকশন গুলো ঠিক ভাবে কমপ্লিট করা হয়। তবে আপনি যদি একেবারেই না চান যে কেউ আপনার লোকেশন জানুন SMS সার্ভিসটির মাধ্যমে তাহলে আপনি এটিও করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হভে তা হলো ম্যাসেজ অপশনে দিয়ে টাইপ করুন :
HIDE / HIDE <স্পেস> Friend NUMBER / NAME এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : HIDE অথবা HIDE 01700000000 অথবা SALIM
এবার আপনি যদি জানতে চান কে কে এই সার্ভিসটির মাধ্যমে আপনার লোকেশন জেনেছে, বা আপনাকে যুক্ত করেছে তাদের লিস্টে তাহলে যেকোনো সময়ে এটা জানতে পারবেন ৩০২০ নাম্বারে এই ম্যাসেজটি পাঠিয়ে। ম্যাসেজটি হচ্ছে :
SHOW / SHOW <স্পেস> NUMBER / NAME এবং পাঠিয়ে দিন 3020 নাম্বারে
উদাহরণ : SHOW অথবা SHOW <স্পেস> 01711111111 / SALIM
কেমন লাগলো এই সার্ভিসটি আপনার কাছে? অবশ্যই দারুন ফিচার্স সম্পন্ন একটি সার্ভিস এটি। কি মনে হয় এই সার্ভিসটির জন্য আপনাকে কেমন অর্থ খরচ করতে হবে? সত্যি কথা বলতে এই সার্ভিস এর চার্জ খুবই কম। মাত্র ২ টাকা দিয়ে এই সার্ভিসটি চালু করতে পারবেন। এখানে থাকবে না কোনো প্রকার মাসিক চার্জও। যখন আপনি সার্ভিস টি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার একাউন্ট থেকে ২ টাকা কেটে নেয়া হবে এবং এর পরবর্তীতে আপনাকে দেয়া হবে ১০০ টি SMS যা আপনি খরচ করতে পারবেন লোকেশন জানানোর জন্য পাঠানো ম্যাসেজে। এবং এই ১০০ টি SMS শেষ হয়ে গেলে পরবর্তী প্রতিটি SMS এর জন্য ২ টাকা করে কাটা হবে।
সময় উপযোগী চাহিদা সম্পন্ন লোকেশন জানার সার্ভিসটি হতে পারে আপনার বিপদের বন্ধুও। কখন কি কার সাথে হয়ে যায় তা বলা মুশকিল তাই জিপি বাডি ট্রাকার সার্ভিসটি গ্রহন করুন এবং সুরক্ষিত থাকুন। আশা করছি সিমের লোকেশন জানার উপায় সংক্রান্ত আর্টিকেলটি আপনার কিছুটা হলেও উপকার করছে। ভালো থাকবেন এবং এমনই আরো ট্রিকস জানতে ওয়েবসাইটটি ভিজিট করবেন।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.