Categories: জাতীয়

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম । কিভাবে প্রতিবন্ধী ভাতা পাওয়া যায়

– 

আপনি কি প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির যোগ্যতা রাখেন? তাহলে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার মাধ্যমে সরকার থেকে প্রতি মাসে নিদিষ্ট পরিমাণ অর্থ গ্রহন করুন প্রতিবন্ধী ভাতা হিসেবে। কিভাবে প্রতিবন্ধী ভাতা পাওয়া যায় সেই সম্পর্কে রয়েছে বিস্তারিত তথ্য এখানে। 

বাংলাদেশ সংবিধান ধারা ১৫, ১৭, ২০, ২৯ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সম-সুযোগ ও সমঅধিকার বাস্তবায়নে কাজ করা হয়। যার পেক্ষিতে ২০০৫ – ২০০৬ অর্থবছরে প্রায় ১ লক্ষ ৪ হাজারের বেশি প্রতিবন্ধীকে আর্থিক সাহায্যের জন্য ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়। তখন প্রতিটা প্রতিবন্ধী প্রতি মাসে ২০০ টাকা করে ভাতা গ্রহন করতো। 

বর্তমানে (২০২২-২৩ অর্থবছরে) নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৬৫ হাজারেরও বেশি সংখ্যক। পাশপাশি ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৫০ টাকায়। এই বছর প্রতিবন্ধীদের জন্য উক্ত খাতে বরাদ্দ করা হয় ২৪২৯.১৮ কোটি টাকা। এখন অব্দি এই খানে এটাই সর্বোচ্চ বরাদ্দকৃত অর্থ। 

সমাজসেবা অধিদপ্তর : প্রতিবন্ধী ভাতা

প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন গ্রহন, যাচাই – বাছাই থেকে শুরু করে ভাতা প্রদান ও পরবর্তীতে যেকোনো সমস্যার সমাধানের জন্য সমাজসেবা অধিদপ্তরকে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। ২০০৫ সাল থেকে এখন অব্দি সমাজসেবা অধিদপ্তর কতৃক প্রতিবন্ধী ভাতা পরিচালিত হয়ে আসছে। 

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য প্রথমেই প্রতিবন্ধী কার্ড বা সুবর্ণ কার্ড তৈরি করে নিতে হয় সমাজসেবা অধিদপ্তর থেকে। তারপর সেখানেই আবেদন ফরম পুরনের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। 

সমাজসেবা অধিদপ্তর অনুযায়ী প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য নিম্মে উল্লেখিত ৫ ধরনের প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত হতে হবে: 

  • শ্রবণ প্রতিবন্ধী
  • দৃষ্টি প্রতিবন্ধী
  • বাক প্রতিবন্ধী
  • বুদ্ধি প্রতিবন্ধী
  • শারীরিক প্রতিবন্ধী

এগুলো মধ্যে যেকোনো একটি বা একাধিক দিক থেকে অক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী – ভাতার জন্য আবেদন করতে পারবে। নিম্মের প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম সম্পর্কে জানানো হলো। 

প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম

আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি উপরে উল্লেখিত ধরনের প্রতিবন্ধী হয়ে থাকেন বা থাকে তবে আপনি প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য। উক্ত ভাতা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে সেগুলো হচ্ছে: 

১) প্রথমেই প্রতিবন্ধী কার্ড বা সুবর্ণ কার্ড করে নিতে হবে 

২) প্রতিবন্ধী ভাতার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করতে হবে (কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা পরের অংশে উল্লেখ্যিত রয়েছে) 

৩) সমাজসেবা অধিদপ্তর থেকে সংগৃহিত প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম পুরন করে উক্ত ডকুমেন্টস সহকারে জমা দিতে হবে। 

৪) সেখান থেকে যাচাই – বাছাই সম্পন্ন হলে আপনার কাছ থেকে গ্রহন করা মোবাইল ব্যাংকিং উপায়ে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ভাতা প্রদান করা হবে। 

প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্ত সমূহ

  • উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
  • নিদিষ্ট পরিচয় পত্র থাকতে হবে
  • মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ টাকার বেশি হলে ভাতা প্রাপ্তির জন্য যোগ্য হবে না
  • আবেদনকারিকে দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে
  • ৬ বছরের উর্ধে বয়স হতে হবে
  • সরকার কতৃক প্রদানকৃত অন্য কোনো অনুদানপ্রাপ্ত হলে প্রতিবন্ধী ভাতা পাবে না

এবার জেনে নিন প্রতিবন্ধী ভাতা আবেদন করবেন কিভাবে সেই সম্পর্কে বিস্তারিত। বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের ফলে সরাসরি গিয়ে আবেদন করতে হয় না। প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করা যায়। এখন জানাবো সেই উপায় সম্পর্কেই। 

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন (বিস্তারিত)

যেমনটা বলেছি প্রতিবন্ধী ভাতা এর জন্য সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করতে হয়। এক্ষেত্রে প্রথমে অবশ্যই প্রতিবন্ধী পরিচয় পত্র বা সুবর্ণ নাগরিক কার্ড করে নিতে হবে। তবে বর্তমানে সুবর্ণ নাগরিক কার্ড হোক বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করা হোক – অনলাইনের মাধ্যমে সকল প্রসেস সম্পন্ন করা হয়ে থাকে। যাতে করে বারবার সমাজসেবা অধিদপ্তরে যাওয়া আসা করার প্রয়োজন হয় না। 

এখানে জানাবো প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার সম্পূর্ণ নিয়ম সম্পর্কে। যা অনুসরণের মাধ্যমে ঘরে বসে অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে সক্ষম হবেন। তবে পূর্ব প্রস্তুতি হিসেবে প্রথমেই জেনে নিতে হবে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করতে কি কি কাগজ বা ডকুমেন্টস প্রয়োজন। 

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বয়স ১৮ এর বেশি হলে NID কার্ড এবং ১৮ এর কম হলে জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন
  • প্রতিবন্ধী পরিচয় পত্র বা সুবর্ণ কার্ড
  • মোবাইল ব্যাংকিংয়ের জন্য একটি সচল বিকাশ অথবা নগদ মোবাইল নাম্বার
  • আবেদন সম্পন্ন হলে আবেদন ফরম প্রিন্ট করার ব্যবস্থা

আপনার কাছে যদি উল্লেখিত তথ্য থাকলে আপনি নিম্মের পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আবেদন কার্য এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রক্রিয়া। 

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন (ধাপে ধাপে)

শুরুর ধাপ – অনলাইন আবেদন ফরম

প্রথমেই আপনাকে সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ফরম অংশের চলে যেতে হবে উক্ত লিংকটি ক্লিক করে। এই পর্যায়ে আপনাকে বেশ কিছু নির্দেশনা দেখাবে যার সারসংক্ষেপ ইতিমধ্যে আপনাকে জানিয়েছি। 

উল্লেখিত বিষয় গুলো পড়ে একেবারে নিচের দিক “আমি বুঝেছি, পরবর্তী ধাপে যান” অপশনে ক্লিক করতে হবে। তারপরেই আবেদনের জন্য তথ্য প্রদানের ধাপ গুলো শুরু হবে। 

১ম ধাপ – ব্যক্তিগত তথ্য

https://drive.google.com/file/d/1Wi6_Froc6to02vtFAgpFOAWyB6bQ2FtM/view?usp=sharing

উপরের স্ক্রিনশটে লক্ষ্য করলেই দেখবেন প্রথমেই কার্যক্রম নামক সেকশনে প্রতিবন্ধী ভাতা সিলেক্ট করতে হচ্ছে। পরবর্তীতে ব্যক্তিগত তথ্যের স্থানে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের নাম্বার ও জন্ম তারিখ প্রদান করার জন্য বলা হচ্ছে। 

আপনার কাছে থাকা প্রতিবন্ধী ব্যক্তির যেকোনো একটি নাম্বার প্রদান করলেই অটোমেটিকলি তার সম্পর্কে অনলাইনে সাবমিট করা তথ্য গুলো ফিলাপ হয়ে যাবে এবং কিছু কিছু স্থানে তথ্য গুলো না থাকলে সেগুলো পূরণ করে দিতে হবে। পাশাপাশি একটি ছবি সাবমিট করতে হবে যার রেজুলেশন হতে হবে [200px X 200px] এই ধাপের কাজ এখানেই শেষ। 

২য় ধাপ – প্রতিবন্ধী ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য প্রদান

https://drive.google.com/file/d/1ijxDfegP6PBD2w8TMIquXLPbwn-wZ7Qq/view?usp=sharing

ছবিতে দেখা যাচ্ছে প্রথমেই ডি আই এস ও প্রতিবন্ধী ধরন কোড নামক দুইটা অপশন রয়েছে। আপনি যেহেতু পূর্বে প্রতিবন্ধী কার্ড বা সুবর্ণ কার্ড করেছেন সেক্ষেত্রে আগের ধাপ কমপ্লিট করা হলে অটোমেটিক এটি সেট হয়ে যাবে। যদি না হয় তবে কার্ড দেখে অপশন দুইটি ফিলাপ করে যাচাই বাটনে ক্লিক করলে প্রতিবন্ধী কার্ডে থাকা বিস্তারিত তথ্য গুলো অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। পুনরায় যেগুলো খালি থাকবে সেগুলোকে একেক করে ফিলআপ করবেন। 

৩য় ধাপ – যোগাযোগ তথ্য

https://drive.google.com/file/d/1JmlyYghynGlDJtf9WG5vrTlLCh1aaFf3/view?usp=sharing

এটি পুরো প্রসেসটির শেষ ধাপ। এখানে প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য যে ঠিকানাটি প্রয়োজন সেগুলো পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন অনুযায়ী অথবা প্রতিবন্ধী কার্ড অনুযায়ী যে স্থায়ী ও বর্তমান ঠিকানা রয়েছে তা হুবহু এখানে প্রদান করবেন। 

সব শেষ হয়ে গেলে পুনরায় আরেকবার চেক করে সংরক্ষন বাটনে ক্লিক করার মাধ্যমে আবেদন কার্য সমাপ্ত করুন। আবেদন শেষ হলে আপনাকে পুরো ফরমটি প্রিন্ট করে নিতে হবে যা পরবর্তীতে দুইটি কপি সমাজসেবা অধিদপ্তরে ও একটি কপি নিজের কাছে রাখতে হবে। 

প্রতিবন্ধী ভাতা কার্ড

প্রতিবন্ধী ভাতা কার্ড  বলতে মূলত প্রতিবন্ধী কার্ড বা সুবর্ণ কার্ডকেই ধরা হয়। উক্ত কার্ডটি সরাসরি সমাজসেবা অধিদপ্তর থেকে অথবা বর্তমানে অনলাইনের মাধ্যমেও আবেদন করে গ্রহন করা যাবে। সুবর্ণ কার্ড বা প্রতিবন্ধী ভাতা কার্ডের একটি ডেমো ছবি নিচে দিয়ে রাখছি। 

https://drive.google.com/file/d/1UMUZZBp3Vlz3WyMdOmkr1Va7wOKHXsXJ/view?usp=sharing

প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম

যারা অনলাইনে আবেদন করবে তাদের আলাদা ভাবে কোনো প্রকার ফরম কালেক্ট করতে হবে না। উপরে উল্লেখিত লিংকে গিয়ে সরাসরি আবেদন করার পদ্ধতি আমরা দেখিয়েছি। তবে যারা সমাজসেবা অধিদপ্তর থেকে আবেদন করতে চাচ্ছেন তাদের অবশ্যই আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করার মাধ্যমে জমা দিতে হবে। 

আবেদন ফর্মটি আপনি দপ্তর থেকে সংগ্রহ করতে পারবেন। নিম্মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম এর ছবিটি দেখানো হলো। 

https://drive.google.com/file/d/132zO3yjEz9yuIiuTofFg_KyWg6j7hx3_/view?usp=sharing
https://drive.google.com/file/d/1qahz3oKYb7Fuvri0akd3cG2tGp3x3MPT/view?usp=sharing

সচারচর জিজ্ঞাসা করা প্রশ্ন

১) প্রতিবন্ধী ভাতা কয় মাস পর পর দেয়?

সাধারণত ৩ মাস পরপর মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। 

২) প্রতিবন্ধী ভাতা কত টাকা?

শুরুটা ২০০ টাকা দিয়ে হলেও বর্তমানে (২০২২-২৩ অর্থবছর) ৮৫০ টাকা করে প্রতি মাসে দেয়া হয়।  

৩) প্রতিবন্ধী ভাতা মোবাইলে গ্রহন করা যাবে?

একটা সময় ছিলো যখন দপ্তরে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে ভাতা এর টাকা উঠাতে হতো বা নিয়ে আসতে হতো। কিন্তু বর্তমানে তা করার প্রয়োজন হয় না। কারন এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই ভাতার টাকা পাঠানো হয়। আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি প্রদান করেছিলেন, নিদিষ্ট সময় পরপর প্রতিবন্ধী ভাতা মোবাইলে প্রদান করা হবে। 

আর্টিকেল থেকে যা জানতে পারলেন

পরিশেষে, এই ছিলো প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন সংক্রান্ত বিস্তারিত আর্টিকেল যেখানে কেবল আবেদন প্রক্রিয়াই নয় বরং তার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় যেমন – প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম, যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন ফরম ও সচারচর জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আশা করছি উক্ত আর্টিকেলের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সকল বিষয় গুলো ক্লিয়ার করা গিয়েছে। ধন্যবাদ। 

Bangla Alo

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

2 weeks ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

2 weeks ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

2 weeks ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

2 weeks ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

2 weeks ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

2 weeks ago