টেক দুনিয়া

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব | গুগল ম্যাপ

আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর ঠিকানা হোক বা নিজস্ব ঠিকানা যুক্ত করুন গুগল ম্যাপ এর মধ্যে যাতে করে আপনাকে খোজা সহজ হয়ে উঠে

রাস্তাঘাট চিনতে পারা একটা সময় ছিলো বেশ কষ্টসাধ্য ব্যাপার। কোন একটি লোকেশনে পৌছতে হলে বেশ বেগ পেতে হতো।

কিন্তু বর্তমানে এ ব্যাপারটি নেহায়েৎ সহজ একটি বিষয়ে পরিণত হয়েছে। এটাকে এখন সহজ বিষয় বলা চলে!

একটি অ্যাপ দ্বারা ঝামেলামুক্ত ভাবে যেকোনো লোকেশন খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে। সে অ্যাপটি হলো গুগল ম্যাপ।

এই অ্যাপে রয়েছে দারুণ দারুণ বিভিন্ন ফিচার, যেগুলো ব্যবহার করে সহজেই রাস্তা, দোকান বা বিশেষ কিছু খুঁজে পাওয়া যাচ্ছে সহজেই!

তবে গুগল ম্যাপে অনেক কিছুর লোকেশন অ্যাড করা থাকে না অনেকসময়। অনেক মানুষই বিভিন্ন প্লেসের ইনফরমেশন যুক্ত করে দিলেও অনেক কিছুরই যোগ করা বাদ থেকে যায়।

এজন্য কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন – এ বিষয়টা আমাদের সবারই জেনে রাখা দরকার। আর আজকের টপিক এ বিষয়েই। তো চলুন, সে বিষয়ে আমরা জেনে নিই

গুগল ম্যাপ এর কাজ কি

আপনি যদি ইতোপূর্বে গুগল ম্যাপ ব্যবহার না করে থাকেন, তাহলে হয়তো জানেন না যে, শুধু ঠিকানাই নয়; বরং এর পাশাপাশি আরও সুবিধা রয়েছে এই অ্যাপে।

এই অ্যাপটি তে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেসের ঠিকানার পাশাপাশি দূরত্বের পরিমান, পথচারির দিকনির্দেশনা বিষয়ক সূচক বা ইনডিকেটর, ভয়েস ইনডিকেটর, পায়ে হেঁটে বা গাড়ির মাধ্যমে দূরত্বের আনুমানিক সময় দেখানোর মতো উপকারি ফিচারস।

একটি অ্যাপে নানা সুবিধার সমন্বয় হওয়ার কারণে গুগল ম্যাপ অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

যেভাবে গুগল ম্যাপ ঠিকানা যোগ করবেন

 

আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি সহজেই নিজে নিজে গুগল ম্যাপ এ ঠিকানা যোগ করার জন্য আবেদন করতে পারেন। সাধারণত, আবেদন করার পর সেটা যুক্ত করার জন্য ২৪ ঘন্টা সময় নেয়া হয়।

কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়েও আবেদন করা যায়। এর সাথে আপনার অবশ্যই ইন্টারনেট এবং একটি জি-মেইল অ্যাকাউন্ট থাকতে হবে।

আপনি যেভাবে স্মার্টফোন দিয়ে গুগল ম্যাপ এ ঠিকানা যোগ করবেন, সেটা নীচে স্টেপ বাই স্টেপ আপনার সুবিধার্থে তুলে ধরলাম –

 

  • আপনার স্মার্টফোনে প্রথমে গুগল ম্যাপ ইনস্টল করে নিতে হবে। আজকাল অনেকের ফোনে আগে থেকেই গুগল ম্যাপ ইনস্টল করা থাকে। সেটা যদি আপডেট করা না থাকে, তাহলে আপডেট করে নিন।

 

  • এবার সেটা ওপেন করুন। ওপেন করার পর ইন্টারফেস আসলে নীচের দিকে থাকা কন্ট্রিবিউট (Contribute) অপশনে ক্লিক করুন।

 

  • Contribute অপশনের মধ্যে রয়েছে আরও কিছু অপশন। যেমনঃ Edit Map, Add Place, Write Review, Add Photo

 

যেহেতু আপনি নতুন ঠিকানা যোগ করতে চাচ্ছেন, তাই আপনি Add Place এ ক্লিক করুন।

 

  • পরবর্তীতে জায়গা (place) যুক্ত করার জন্য পেজ ওপেন হলে সেটাতে ধারাবাহিক ভাবে জায়গার নাম, ক্যাটাগরি, লোকেশন এর ঘর পূরণ করে দিবেন।

 

অতিরিক্ত তথ্য হিসেবে যদি আপনর কাছে জায়গার কোনো ছবি থাকে – সেটা দিয়ে দিবেন। কেননা, স্পষ্টভাবে জায়গা চেনার জন্য ছবি উপকারি।

 

এছাড়াো ওয়েবসাইট বা যোগাযোগ নম্বর থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। যত বেশি তথ্যসমৃদ্ধ করে দিতে পারেন, ততই ভাল। তবে সঠিক তথ্য দিবেন। ভুল তথ্য দেয়া যাবে না।

 

  • সবগুলো তথ্য দিয়ে ঘর পূরণ করার পর এবার ভালমতো চেক করে নিন যে, সবকিছু ঠিক আছে কি না। ঠিক থাকলে ইন্টারফেসের উপরে থাকা Next বাটনে প্রেস করুন।

 

  • উপরের সব কাজ করা হওয়া মানে আপনার আবেদন জমা হয়ে গেছে। গুগল ম্যাপ টিম আপনার দেয়া তথ্যগুলো যাচাই করে দ্রুত আপলোড করে দিবে ইনশা আল্লাহ্।

 

সাধারণত, ২৪ ঘন্টা সময় তারা চাইলেও এত সময় লাগে না। ঘন্টাখানেকের মধ্যেই আপনার প্রত্যাশিত জায়গার ঠিকানা তারা যোগ করে দিবে ইনশা আল্লাহ্।

গুগল ম্যাপের সুবিধা

এই অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। যারা ব্যবসা-বাণিজ্য এবং দোকানদারি করছে, তাদের ব্যবসার প্লেসটি কে সকলের কাছে গুগল ম্যাপ এর মাধ্যমে পৌছানে সম্ভব।

ধরুন, কোন ব্যক্তি একটি অচেনা জায়গায় এসেছে। আর এখানে ফুড বেকারি খুঁজে পাচ্ছে না। আপনার ফুড বেকারির যাবতীয় তথ্য গুগল ম্যাপে দেয়া আছে।

সে ব্যক্তি যদি তার নাগালে আপনার ফুড বেকারির খোজ পায়, তাহলে কিন্তু এটা আপনার ব্যবসা এর জন্য অবশ্যই লাভজনক।

এরকম অনেক লোকই রয়েছে যে, যাদের দোকানের তথ্য গুগল ম্যাপ এ থাকার কারণে তাদের পরিচিতি আছে।

ফলে ব্যবসায়ীক লাভের জন্য ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বা দোকানের তথ্য গুগল ম্যাপে দিতে পারেন।

এছাড়াও আপনার দোকান, প্রতিষ্ঠান অথবা বাড়ি যদি কারও খোঁজার প্রয়োজন পড়ে, তাহলে গুগল ম্যাপে মানুষকে সার্চ করতে বলতে পারেন।

যার ফলে ঝামেলামুক্ত ভাবে যে কেউ সহজেই আপনাকে খুঁজে পেয়ে যাবে ইনশা আল্লাহ্।

মোটকথা, জায়গা খুঁজে বের করা, দূরত্ব, ব্যবসায়ীক লাভের সুযোগ – ইত্যাদি সুবিধার কারণে গুগল ম্যাপ একটি গুরুত্বপূর্ণ অ্যাপ হিসেবে বিবেচিত।

কম্পিউটার/ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে সহজেই আপনার ঠিকানা গুগল ম্যাপ এ সাবমিট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যত্নসহকারে form টি পূরণ করতে হবে।

কোন প্রকার সমস্যা ছাড়া সফল সাবমিট এর জন্য আপনার দেয়া তথ্যগুলো যেন সঠিক হয় – এ বিষয়টা লক্ষ্য রাখবেন।

এটাকে কঠিন ভাবার কিছুই নেই। তাই আপনি যে ঠিকানাটি যোগ করতে চাচ্ছেন, সেটা আজই গুগল ম্যাপ এ সাবমিট করে দিতে পারেন।

 

Bangla Alo

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

4 hours ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

3 days ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

4 days ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

4 days ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

4 days ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

4 days ago