লাইফ স্টাইল

কিভাবে রাগ কমানো যায় | রাগ কমানোর টিপস । রাগ কিভাবে নিয়ন্ত্রনে রাখা যায়

‘রাগ’ সে কমবেশি সকলেরই হয়৷ রাগের অনূভূতি বড়ই তীক্ষ, বড়ই ভয়ংকর! আর রাগ প্রকাশের ফলে আমাদের জীবনেও অনেক সময় নেমে আসে নানা বিপর্যয়৷ তাহলে চলুন, দেখে নেই হুটহাট রাগ উঠে গেলে কিভাবে রাগ কমানো যায়

রাগ কমানোর কিছু কার্যকর টিপস

 

(১) রাগ উঠে গেলে মনকে যতটুকু সম্ভব হবে শান্ত রাখার চেষ্টা করতে হবে৷ উত্তেজিত হয়ে গেলে ১ থেকে ১০ পর্যন্ত উল্টো করে গুনলে মন অন্যদিকে ঘুরে যাবে৷ মস্তিক অন্যদিকে ব্যস্ত হবে৷ এটি রাগ কমানোর একটি কার্যকরী টিপস৷ 

(২) হুটহাট রাগের বশবর্তী হয়ে যা মন চায় বলে বসবেন না বা যা মন চায় করে বসবেন না৷ কেননা এর ফলে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে থাকে৷ অপরপক্ষের সাথে সম্পর্ক নষ্ট হয় ও লাইফে এর বিরূপ প্রভাব পরে৷ 

(৩) কখনও কারও সাথে রাগারাগির পর যখন শান্ত হবেন, ঠান্ডা মাথায় আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন৷ অপরজনের মেজাজ মর্জি অনুধাবন করে মার্জিত শব্দ চয়ন করুন৷ 

(৪) নিয়মিত প্রার্থনা করতে পারেন। প্রার্থনা করলে রাগের প্রবণতা কমে যায়। হঠাত রাগ উঠলে রাগ কমাতে কিছুটা পথ হাঁটুন৷ 

(৫) আমরা যখন রেগে সাই তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে শান্ত আচরণ  কাজ করে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারি আমরা যার দরুণ  অন্যের মনে বড়সড় আঘাত পরে যায়, আর এজন্য রেগে থাকার সময়ে বা উত্তেজিত অবস্থায়  কোনো কথা না বলাই ভালো।

(৬) মনে রাখবেন, যে কোনো সমস্যারই সমাধান রয়েছে। একটু মাথা ঠান্ডা মাথায় চিন্তা করলেই সেটা বের করা যাবে। সেভাবেই চেষ্টা করুন।

(৭) নিজেকে নিয়ে বেশি ভাবতে গেলে রাগ আরও বেড়ে যাবে, তাই তাৎক্ষণিক ব্যাপারটা মেনে নিলে সমস্যার সমাধান অনেকটাই কমে যায়।

(৮) আমাদের মাঝে অনেকই রাগ কমাতে ধূমপান করেন। অন্য নেশাও করে থাকেন। দেহের উপর বিরূপ প্রভাব ফেলা নেশাজাতীয় দ্রব্য রাগ কমানোর জন্য উপকারী নয়৷ 

(৯) রাগ উঠলে যতটা সম্ভব শান্তভাবে মৃদু হাসি ঠাট্টা করা যায়, এতে মনটা হালকা হয়ে যাবে।

পরিশেষে

রাগ নিয়ন্ত্রণের ফলে আমরা আমাদের জীবনকে আরও বেশি উপভোগ করতে পারবো৷ জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে কিভাবে রাগ কমানো যায় এর পদ্ধতি অনুসরণ করা উচিত৷

 

Bangla Alo

Recent Posts

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

1 day ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

2 days ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

2 days ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

2 days ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

2 days ago

মন ভালো রাখার উপায় || মন সুস্থ রাখার ১০ টি টিপস

মানুষের মন যেহেতু আছে এটা ভালো কিংবা খারাপ থাকবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়।  একটা…

1 month ago